Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তারালী ইউনিয়নের ইতিহাস

৭নং তারালী  ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার থেকে ৬ কি.মি. উত্তরে অবস্থিত। শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও বহন করে চলেছে।
 
নাম– ৭নং তারালী ইউনিয়ন পরিষদ।
 আয়তন– ৪৭.০৫ (বর্গকিঃমিঃ)
 লোক সংখ্যা–১৪১০০জন পুরুষ,১৩৩০০ নারী, জন-মোট ২৭৪০০ জন ।
 গ্রামের সংখ্যা– ১৬টি।
 মৌজার সংখ্যা– ১০টি।
হাট/বাজার সংখ্যা- ০৩টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– ইঞ্জিনভ্যান/ভাড়ায় চালিত মোটরসাইকেল।
 শিক্ষার হার–৭১%।
 প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট-৮টি, মাধ্যমিক-০৪, কলেজ-০১ টি ।
 মসজিদের সংখ্যা-৩০টি।
 মন্দিরের সংখ্যা- ১৫টি।
***********************************************************************************************************************************************************
 *সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
 *বে-সরকারী রেজিঃ প্রাথঃ বিদ্যালয়- ০২টি,     
 *কমিউনিটি প্রাথঃ বিদ্যালয়- ১
 *স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা- ২টি।
 *দাখিল মাদ্রাসা-০২টি
 
* গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১টি আমিয়ান গৌড়িয় মঠ।
* ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই